Site icon Jamuna Television

কর্মসূচির যেখানে বাধা সেখানেই অবস্থান নেবে বিএনপি: রিজভী

ফাইল ছবি

পূর্ব অনুমতি না থাকায় জাতীয় প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশ করতে পারেনি বিএনপি।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে এ মহাসমাবেশ করার কথা ছিল। পরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যেখানেই বাধা দেয়া হবে সেখানেই অবস্থান নেয়া হবে।

সরকার বিএনপি কর্মীদের নির্যাতন করে ক্ষমতায় থাকতে চায় এমন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, সরকার কোনো কাজে বাধা দিলে সেখানেই প্রতিরোধ করা হবে। সরকারি দল নিজেদের উন্নয়ন করলেও দেশের মানুষের জন্য কিছু করেনি।

/এমএন

Exit mobile version