Site icon Jamuna Television

টেক্সাসে পানির পাম্পে আটকে পড়া কর্মী উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান

ছবি: সংগৃহীত

টেক্সাসের কলিন কাউন্টির কোপভিলে সার্ভিসিংয়ের জন্য পানির ট্যাংকের মাথায় উঠে আটকে গিয়েছিলেন এক কর্মী। সেখান থেকে ফায়ার সার্ভিসকে ফোন করে ডেকে রীতিমতো শ্বাসরুদ্ধকর এক অভিযানের পর তাকে নিচে নামাতে সক্ষম হয় জরুরি বিভাগ। খবর এনবিসির।

জানা গেছে সোমবার (৩ অক্টোবর) দুপুরে, কোপভিলের একটি পানির পাম্পে সার্ভিসিংয়ের কাজ করতে যান এক কর্মী। কিন্তু, সুউচ্চ ওই টাওয়ারের ওপরে ওঠার পর আর নিচে নামতে পারছিলেন না তিনি। উপায় না পেয়ে সেখান থেকেই ফোন দেন ফায়ার সার্ভিসে।

এরপর, দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। আনা হয় হেলিকপ্টারও। দীর্ঘ সময়ের রুদ্ধশ্বাস অভিযানের পর নিচে নামিয়ে আনা হয় তাকে। নিচে নামিয়ে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ঠিক কি কারণে ওই টাওয়ারে আটকা পড়েছিলেন তিনি, তা এখনও জানা যায়নি।

/এসএইচ

Exit mobile version