Site icon Jamuna Television

একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। একই সাথে পার্লামেন্টেও তার নেতৃত্বাধীন (একে) পার্টি ও এমএইচপি জোট পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা।

বেশিরভাগ ভোট গণনা শেষে দেখা যায়, প্রেসিডেন্ট পদে এরদোগান পেয়েছেন ৫২ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিএইচপি পার্টির নেতা মুহাররম ইঞ্জে। তিনি পেয়েছেন ৩০ শতাংশ ভোট।

রোববার পার্লামেন্ট নির্বাচনও হয় দেশটিতে। সেখানেও জয়জয়কার এরদোগানের একে পার্টির। এমএইচপির সাথে জোট গড়ে পেয়েছেন ৫৩ শতাংশ ভোট, ৬শ আসনের পার্লামেন্টে এরই মধ্যে নিশ্চিত করেছেন ৩৪২ টি আসন।

এ জয়ের খবরে উল্লাসে ফেটে পড়ে এরদোগান শিবির। এক বছর আগেই অনুষ্ঠিত এই নির্বাচনে জয় পেয়ে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন এরদোগান।

চূড়ান্ত ফল ঘোষণা হবে শুক্রবার।

Exit mobile version