Site icon Jamuna Television

মিথুনের নেতৃত্বে চেন্নাই যাবে বাংলাদেশ ‘এ’ দল

ছবি: সংগৃহীত

মোহাম্মদ মিথুনকে ক্যাপ্টেন করে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। ২ টেস্ট আর ৩ ওয়ানডে খেলতে ৯ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ‘এ’ দল।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারসহ নতুন মুখ দেখা যাবে এই সফরে। উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে আছেন মুমিনুল হক, সাদমান ইসলাম, এনামুল বিজয়, তাইজুল ইসলামসহ অনেকে। ১২ তারিখ শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৯ তারিখ। তিন ওয়ানডে শুরু হবে ২৭ তারিখ থেকে।

চার দিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, মুমিনুল হক, এনামুল হক, তৌহিদ হৃদয়, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক।

ওয়ানডে ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক, নাঈম শেখ, মাহমুদুল হাসান, শামীম পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান।

আরও পড়ুন: শুভ জন্মদিন জীবন্ত ‘কিংবদন্তি’

/এম ই

Exit mobile version