Site icon Jamuna Television

ইরানে ৫.৪ মাত্রার ভূমিকম্প, আহত পাঁচ শতাধিক

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম ইরানে বুধবার (৫ অক্টোবর) ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ শতাধিক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অঞ্চলটির গভর্নর মোহাম্মদ সাদেগ মোটামেডিয়ান বলেছেন, পশ্চিম আজারবাইজান প্রদেশে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানা ভূমিকম্পে ৫২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সালমাস এবং খোয়া শহরের কাছে ‘কিছু গ্রামে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

/এনএএস

Exit mobile version