Site icon Jamuna Television

চীন সীমান্তের কাছে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

ছবি: সংগৃহীত

ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ‘চিতাহ’ অরুণাচলে চীন সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক পাইলট মারা যান। আহত অন্য পাইলটের অবস্থা আশঙ্কাজনক।

বিমান বিধ্বস্তের কোনো সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশে ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৬টি হেলিকপ্টার দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে।

/এনএএস

Exit mobile version