Site icon Jamuna Television

বিক্ষোভরত ইরানিদের সমর্থনে নিজেদের চুল কাটছেন ফ্রেঞ্চ নারীরা

ছবি: সংগৃহীত

বিক্ষোভরত ইরানি নারীদের সমর্থনে নিজেদের চুল কাটছেন ফ্রেঞ্চ নারীরাও। এরইমধ্যে, নিজেদের চুল কাটার ছবি-ভিডিও তারা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে এখন জোর আলোচনা-সমালোচনা চলছে ইরান ও ফ্রান্সে। খবর দ্য গার্ডিয়ানের। 

মঙ্গলবার (৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ৫০ জনেরও বেশি প্রভাবশালী ও খ্যাতিমান ফ্রেঞ্চ নারী তাদের চুল কেটে সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। চুল কাটার ছবি পোস্টের পর ক্যাপশনে তারা লিখেছেন, ‘স্বাধীনতার জন্য।’ আর যারা ভিডিও পোস্ট করেছেন তারা সেই ভিডিওর সাথে যুক্ত করেছেন ‘বেলা চাও’ গানটি।

প্রসঙ্গত, ইরানি নারীদের আন্দোলনে সম্মান জানিয়ে এখন পর্যন্ত চুল কেটেছেন- বিখ্যাত অভিনেত্রী শার্লট র‍্যাম্পলিং, জুলিয়েট বিনোচে, মেরিয়ন কোটিলার্ড, ইসাবেল আদজানি, ইসাবেল হুপার্ট, বিখায়ত গায়িকা অ্যাঞ্জেল, জেন বারকিন, সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের স্ত্রী জুলি গেয়েট।

/এসএইচ

Exit mobile version