Site icon Jamuna Television

জ্বালানি সাশ্রয়ে ফ্রান্সে সরকারি কার্যালয়ে গরম পানি সরবরাহ বন্ধের নির্দেশ

ইউরোপে চলমান জ্বালানি সংকটের জেরে সরকারি কার্যালয়ে গরম পানি সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। এছাড়া সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট গ্যাস সংকটের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) আসন্ন শীতকালকে কেন্দ্র করে শক্তি সঞ্চয়ের লক্ষ্যে এ সংক্রান্ত এক ঘোষণা দিতে পারে ফ্রান্সের ক্ষমতাসীন ম্যানুয়েল সরকার।

ফ্রান্সের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সরকারের নতুন এ পরিকল্পনায় সরকারি কার্যালয়ে গরম পানি সরবরাহ বন্ধের নির্দেশ দেয়া হতে পারে। এছাড়া পৌরসভাগুলোকে পাবলিক সুইমিংপুলের পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে।

লে প্যারিসিয়েন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রান্সের ব্যবহৃত মোট জ্বালানির ১০% সরকারি কার্যালয়ে গরম পানি সরবরাহ করতে খরচ হয়।

এটিএম/

Exit mobile version