Site icon Jamuna Television

সব পাওয়ার প্ল্যান্টেই কিছু না কিছু ঘটেছে: তদন্ত কমিটি

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তদন্ত কমিটির প্রধান মো. ইয়াকুব ইলাহী চৌধুরী।

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ এখনও স্পষ্ট নয়- উল্লেখ করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের তদন্ত কমিটির প্রধান মো. ইয়াকুব ইলাহী চৌধুরী বলেছেন, মঙ্গলবার প্রত্যেকটি পাওয়ার প্ল্যান্টেই কিছু না কিছু ঘটেছে। ওই ঘটনাগুলোর সাথে কোনো বিশেষ ক্রুটির সম্পর্ক আছে কিনা তা আমরা সেটা খোঁজার চেষ্টা করছি।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে, বুধবার বিকেল সাড়ে পাঁচটায় পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

ইয়াকুব ইলাহী আরও বলেন, আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রেও গিয়েছি। অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও যাবো। বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা গতকালের বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। এগুলো পর্যালোচনা করা হবে। তবে এখনই গ্রীড বিপর্যয়ের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না। সবকিছু বিবেচনায় নিয়েই তদন্ত চলছে।

এ সময় ইয়াকুব ইলাহীর সঙ্গে তদন্ত কমিটির অন্য সদস্যরা এবং আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. এম. এম. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর দুইটার পর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে গ্রিড স্বাভাবিক হলে ধাপে ধাপে উৎপাদনে ফেরে বন্ধ ইউনিটগুলো।

/এসএইচ

Exit mobile version