Site icon Jamuna Television

৪ অঞ্চলে খুব শিগগিরই পরিস্থিতি স্থিতিশীল হবে: পুতিন

রাশিয়ার অর্ন্তভুক্ত ৪ অঞ্চলের পরিস্থিতি খুব শিগগিরই স্থিতিশীল হয়ে আসবে। বুধবার (৫ অক্টোবর) এ প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন ভাষণ দেন তিনি। সেখানেই বলেন, শত্রুপক্ষ প্রতিনিয়ত হামলা চালানোর চেষ্টা করছে। কিন্তু শক্ত প্রতিরোধের সামনে করতে হচ্ছে পরাজয় বরণ। ৩০ সেপ্টেম্বর খেরসন-লুহানস্ক-দোনেৎস্ক ও জাপোরিঝিয়াকে চুক্তিসইয়ের মাধ্যমে রাশিয়ায় সংযুক্তির ঘোষণা দেন পুতিন।

কিন্তু আনুষ্ঠানিকতার পরপরই অঞ্চলগুলোর গ্রাম-লোকালয় পুনরুদ্ধারের ঘোষণা দেয়া শুরু করে ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে সাফল্য। তাছাড়া, অঞ্চলগুলোর বহু মানুষ আশ্রয় নিচ্ছেন সীমান্তবর্তী আশ্রয় ক্যাম্পে। এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করা হলে তিনি জানান, রুশপন্থিদের মধ্যে কোনো বিরোধ নেই। এটা স্রেফ পশ্চিমাদের চালানো প্রোপাগান্ডা।

/এমএন

Exit mobile version