Site icon Jamuna Television

বেনফিকার মাঠে হোঁচট খেলো পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়ান্টদের জয়ের রাতে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে পিএসজিকে ১-১ গোলে রুখে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

এইচ গ্রুপের ম্যাচে বেনফিকার আতিথ্য নেয় পিএসজি। দুর্দান্ত ফর্মে থাকা মেসির করা দারুণ গোল ২২ মিনিটে লিড এনে দেন পিএসজিকে। যেটি চ্যাম্পিয়ন্স লিগে মেসির ১২৭তম গোল। ৪২ মিনিটে সমতায় ফেরে বেনফিকা। এনসো ফের্নান্দেসের ক্রস পিএসজি ডিফেন্ডার দানিলো পেরেইরার গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোল হজম করে ফরাসি চ্যাম্পিয়নরা।

ম্যাচের বাকি সময় দুই দলই গোলের চেষ্টা করেছে। কিন্তু দুই গোল রক্ষকের বিরত্বে ১-১ স্কোর লাইনে শেষ হয় ম্যাচ।

এদিকে, এদিন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি ও য়্যুভেন্টাস।

/এমএন

Exit mobile version