Site icon Jamuna Television

শেষ ম্যাচের জন্য অনুশীলনে ঘাম ঝরালেন মেসিরা

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের জন্য গতকাল অনুশীলনে নেমেছিলো গোটা আর্জেন্টিনা দল। শুধু জয় না তাদের তাকিয়ে থাকতে হচ্ছে অপর ম্যাচের দিকেও।

তবে অনুশীলনে কোচের সাথে খেলোয়াড়দের তেমন দূরত্ব মনে হয়নি। গুঞ্জন ছিলো, শেষ ম্যাচে কোচের নির্দেশনায় খেলবে না মেসি-আগুয়েরোরা। তবে এটিকে কয়েকটি গণমাধ্যমের অপপ্রচার বলে দাবি করে মাসচেরানো।

মানসিকভাবে ভেঙ্গে পড়লেও, শেষ ম্যাচে জয় দিয়েই পরের পর্ব নিশ্চিত করতে চান দলের খেলোয়াড়রা।

রক্ষণভাগের ভরসা হাভিয়ের মাসচেরানো বলেন, আমাদের মানসিক অবস্থা খুব একটা ভালো ছিলো না। এরই ফায়দা নিয়েছে কিছু গণমাধ্যম। এতে অবশ্য আমাদের কিছু যাবে আসবে না। নিজেদের খেলাটা খেলতে চাই। আগের আসরের রানার্স আপ দল আমরা, সেভাবেই মাঠে নামবো।

Exit mobile version