Site icon Jamuna Television

রাজধানীতে শুরু হয়েছে ফার্নিচার মেলা

রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে জাতীয় ফার্নিচার মেলা। দেশীয় আসবাব শিল্পের সবচেয়ে বড় আয়োজন এ মেলা, যা দুই বছর পর আবারও শুরু হলো।

বৃহস্পতিবার শুরু হওয়া ৫ দিনের এই মেলা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। তাতে রয়েছে ১৮২টি স্টল। করোনার ধাক্কা সামলে এগিয়ে যেতে চান আসবাব শিল্পের উদ্যোক্তারা। স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও ভালো অবস্থান তৈরি করতে চালানো হচ্ছে নানা ধরনের প্রচারণা।

আয়োজকরা জানিয়েছেন, ক্রেতা আকর্ষণ বাড়াতে প্রায় সব প্রতিষ্ঠানই মূল্য ছাড়ের অফার দিচ্ছে। বেলা গড়ানোর সাথে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনা বাড়বে। একই ছাদের নীচে বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাব দেখার সুযোগ মিলছে। আর মূল্য ছাড়ের সুবিধা নিতে অনেক ক্রেতা মেলায় আসছেন।

/এমএন

Exit mobile version