Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত সুদান, পানিবাহিত রোগের ঝুঁকিতে নারী ও শিশুরা

বন্যায় বিপর্যস্ত আফ্রিকার দেশ সুদান। আনাদোলু অ্যাজেন্সির প্রতিবেদন বলছে, বন্যাকবলিত এলাকাগুলোতে কলেরার মত বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বাড়ছে।

কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম জানাচ্ছে, সুদানের ১৮টি প্রদেশের ভেতর ১৫টি প্রদেশে চলছে ভয়াবহ বন্যা। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে সুদানের দক্ষিণাঞ্চল। বন্যায় বিলীন হাজার হাজার ঘরবাড়ি। ডুবে গেছে ১০ হাজার একরের বেশি কৃষিজমি। বিপর্যস্ত কমপক্ষে ২ লাখ ৬০ হাজার মানুষের জীবন।

সরকারের পাশাপাশি উদ্ধার তৎপরতায় এগিয়ে আসছে নানান আন্তর্জাতিক সংস্থা। দাতব্য সংস্থা রেড ক্রস জানিয়েছে, নগদ অর্থ ও গৃহস্থালি জিনিসপত্র দিয়ে তারা বন্যাদুর্গতদের সাহায্য করবে।

প্লাবিত এলাকাগুলোতে পানিবাহিত রোগের ঝুঁকিতে নারী ও শিশুরা। প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষের জন্য সুপেয় পানি সরবরাহের কাজ করছে রেড ক্রস।

/এডব্লিউ

Exit mobile version