Site icon Jamuna Television

অনাহারে থেকে প্রার্থনার সময় হঠাৎ অসুস্থ সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

হাসপাতালে ভর্তি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৫ অক্টোবর) সিনাগগে প্রার্থনা চলাকালে অসুস্থ হয়ে পড়েন ৭২ বছর বয়সী এ রাজনীতিক।

নেতানিয়াহুর দফতরের বরাতে আরব নিউজ জানিয়েছে, প্রার্থনার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সাবেক প্রধানমন্ত্রী। এরপরই তাকে শারে জেদেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্ট অ্যাটাক সংক্রান্ত বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

পরিবারের দাবি, মারাত্মক কোনো সমস্যা ধরা পড়েনি তার। তবে সারারাত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। ডাক্তাররা জানিয়েছেন, ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান ইয়ুম কিপ্পুর উদযাপনের জন্য প্রায় ২৫ ঘণ্টা অভুক্ত থাকতে হয়, তার সাথে চলে প্রার্থনা। সেই রীতি পালনের সময়ই অসুস্থ হয়ে পড়েছেন নেতানিয়াহু।

/এডব্লিউ

Exit mobile version