Site icon Jamuna Television

মেক্সিকান সিটি হলে হামলা, মেয়রসহ নিহত ১৮

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে মেক্সিকান সিটি হলে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মেয়রসহ ১৮ জনের মৃত্যুর খবর জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং গুলি চালানোর কারণ জানার চেষ্টা করছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে মেক্সিকান সিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি প্রোগ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। গুলিতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।

নিহতদের মধ্যে মেয়র ছাড়াও তার বাবা, প্রাক্তন মেয়রসহ পৌর পুলিশের একাধিক কর্মকর্তা রয়েছেন। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই গুলিবর্ষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দু’টি ছবিও ভাইরাল হয়েছে।

/এনএএস

Exit mobile version