Site icon Jamuna Television

মিয়ানমারের ফাঁদে পা দেবে না বাংলাদেশ’

মিয়ানমারের কোন উস্কানির ফাঁদে বাংলাদেশ পা দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে কক্সবাজারের তমব্রু সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণের পর স্থানীয় একটি জনসভায় একথা বলেন তিনি।

বেশ কয়েকটি স্থানে ত্রাণ বিতরণ করে ওবায়দুল কাদের রোহিঙ্গাদের নানা বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বলেন, দ্রুত তাদের অস্থায়ী পুনর্বাসনের চেষ্টা করছে সরকার।

রোহিঙ্গাদেরকে সাহায্য করতে এসে কোনোরকম বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিন আরও জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিকভাবে চেষ্টা চলছে।

/কিউএস

Exit mobile version