Site icon Jamuna Television

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাড়ি ছেড়ে যাওয়া ৭ জনকে আটক

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৭ জনকে আটক করেছে র‍্যাব। ঢাকার আশপাশের কয়েকটি স্থান থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) র‍্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, সশস্ত্র সংগ্রামে অংশ নিতে বাসা থেকে বের হয়েছিল তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার নামে একটি সংগঠনের তথ্য দিয়েছে। এর দক্ষিণ অঞ্চলের নেতা ‘হাবিবুল্লা’। তার তত্ত্বাবধানেই জঙ্গি প্রশিক্ষণ হয়েছে বলে র‍্যাবকে জানায় আটককৃতরা।

তিনি আরও জানান, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন চরাঞ্চলে প্রশিক্ষণ শেষে ঢাকায় এসেছিল তারা। রাজধানীর আশপাশেই হয়েছে তাদের কারিগরি প্রশিক্ষণ। এরপর আরেক প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের।

ইউএইচ/

Exit mobile version