Site icon Jamuna Television

সাইবার ক্রাইম ব্যক্তি, সমাজ ও দেশ সকলের জন্যই ক্ষতিকারক: প্রধানমন্ত্রী

সাইবার ক্রাইম ব্যক্তি, সমাজ ও দেশ সকলের জন্যই ক্ষতিকারক। এ বিষয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সংশ্লিষ্টদের প্রতি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা সকলকে এগিয়ে নিলেও সাইবার ক্রাইম বর্তমানে বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তিগত উন্নয়নে গবেষণার ওপর জোর দিতে সকলের প্রতি পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/

Exit mobile version