Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপের থিম সং এ নোরা ফাতেহি

নোরা ফাতেহি।

নেচে-গেয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের উন্মাদনার পারদ চড়াতে যাচ্ছেন এক ভারতীয় তারকা। বলছি, নোরা ফাতেহির কথা। ভারতের প্রথম তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম সং এর মিউজিক ভিডিওতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নোরা। এ থিম সং এ নেচে ও হিন্দিতে গেয়ে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং এর টিজার দেখতে ক্লিক করুন এখানে

বুধবার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘লাইট দ্য স্কাই’ নামের থিম সংটিতে দেখা যাবে নোরা ফাতেহিকেও। যা মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। নোরার সাথে এ গানে আরও কণ্ঠ দিয়েছেন আরব আমিরাতের বিখ্যাত গায়িকা বালকিস ফাথি, ইরাকি গায়িকা-অভিনেত্রী রাহমা রিয়াদ ও বিখ্যাত মরোক্কান পপ গায়িকা মানাল।

জানা গেছে, কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও হিন্দিতে গান গাইবেন নোরা।

প্রসঙ্গত, ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’ প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে শাকিরার বিশ্বখ্যাত ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলোর প্রযোজক ছিল।

/এসএইচ

Exit mobile version