Site icon Jamuna Television

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

গৃহস্থালি কাজের জন্য বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল হক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত কৃষক আজিজুল হক ওই এলাকার মৃত বাতাসু মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক আজিজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির কাজের জন্য বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাঁশ কাটার উদ্দেশে যান। পরে বাঁশ কাটার একপর্যায়ে একটি বাঁশ বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে পড়লে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী।

ইউএইচ/

Exit mobile version