Site icon Jamuna Television

নির্বাচনে কেউ না আসলে সরকারের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

নির্বাচনে কেউ না আসলে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিরোধী দল যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতো।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেয়া যেকোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত। সরকার কিছুই চাপিয়ে দিচ্ছে না। তবে সরকার চায় সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস দমন করেছে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া মানে সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া। বাংলাদেশে সন্ত্রাস না থাকায় আমেরিকা নাখোশ কিনা? সে বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version