Site icon Jamuna Television

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দিবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দিবে সরকার। এক্ষেত্রে চিকিৎসার মান অনুযায়ী ক্যাটাগরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং এ কথা জানান তিনি।

এ সময় জাহিদ মালেক বলেন, একেক বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় যাতে একেক রকম না হয় সেটা চায় সরকার। এ জন্য পাঁচতারাসহ সব হাসপাতালকে এ-বি-সি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হবে। সেখানে সেবার মান অনুযায়ী ফি নির্ধারণ করে দিবে মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক সেবার নামে গ্রামে গ্রামে যত্রতত্র ক্লিনিক, হাসপাতালও চায় না সরকার। অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version