Site icon Jamuna Television

বিসিবি একাদশের হয়ে ভারত সফরের প্রস্তাব ফিরিয়ে দিলেন রিয়াদ

বিসিবি একাদশের হয়ে ভারত সফরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ সফরে তামিলনাড়ুর বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগার’রা। ভারত সিরিজের আগে প্রস্তুতি হিসেবে সেখানে খেলতে রিয়াদকে প্রস্তাব দিয়েছিলো বিসিবি।

গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মাহমুদউল্লাহ। তবে এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরের মাঠে ভারত সিরিজের আগে আর কোনো টুর্নামেন্ট নেই রিয়াদের সামনে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সূচীর ব্যস্ততায় আগামী দুই মাসের মধ্যে ঘরোয়া লিগের কোনো আসর নেই। তাই, এ সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের সামনে নিজেকে ঝালিয়ে নেয়ার ভালো একটা সুযোগ ছিল এ সফরে।

/এসএইচ

Exit mobile version