Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় স্কুলের দেয়াল ধসে তিন শিশুর মৃত্যু

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভূমিধসে প্রাণ গেলো তিন শিশুর। স্কুলের দেয়াল ভেঙে পড়ায় মৃত্যু হয় তাদের। বৃহস্পতিবারের (৬ অক্টোবর) দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রয়টার্সের খবর।

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টির কারণে বন্যার কবলে দেশটির রাজধানী। পানিতে ডুবে আছে বিভিন্ন স্থান। পাশাপাশি ভূমিধসের শিকার অনেক এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকার্তার স্কুলটিও পানিতে ডুবে ছিল কয়েকদিন ধরেই। এর মধ্যেই চলছিল ক্লাস। বৃহস্পতিবার ভূমিধসের কারণে স্কুলটির একটি দেয়াল ধসে পড়ে। আর তার নিচে চাপা পড়ে বেশ কয়েকজন শিশু। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প স্থানে ক্লাসের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

/এডব্লিউ

Exit mobile version