Site icon Jamuna Television

‘বাংলাদেশে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের পর এখানে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক হিসেবেই নিবন্ধিত হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার মানবিক কারণে সাময়িকভাবে তাদের আশ্রয় দিয়েছে। এখানে আসার পর যেসব শিশু ভূমিষ্ট হয়েছে তারা মিয়ানমারের নাগরিক। তাদের মিয়ানমারের নাগরিক হিসেবেই সরকার জন্ম সনদ দিচ্ছে। মা ও শিশু উভয়ই মিয়ানমারের নাগরিক। তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে।’

রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে পরিচয় দেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি, ‘এ বিষয়টি সময়ই বলে দেবে।’

আজ সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কমিশনার ফিলিপ গ্রান্ডি মন্ত্রীর সঙ্গে দেখা করেন।

মন্ত্রী জানান, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ কাজে সহযোগিতা করতে প্রস্তুত। সে বিষয়টি তারা জানাতে এসেছিল।

/কিউএস

Exit mobile version