Site icon Jamuna Television

ডগলাস কস্তার বিশ্বকাপ শেষ!

এমনিতে নেইমারের চোট নিয়ে তটস্থ থাকতে হয় ব্রাজিল সমর্থকদের। চোটের তালিকায় আছেন আলভেজ, দানিলোদের মতো তারকারাও। এবার আরেকটি দুঃসংবাদ বয়ে নিয়ে আসলো ডগলাস কস্তার চোট। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধে উইলিয়ানের বদলি হিসেবে নেমেই ছক্কা হাকিয়েছিলেন কস্তা। গোলের জন্য হাপিত্যেশ করা ব্রাজিলকে স্বস্তি এনে দেন কুতিনহো, যেটিতে অবদান ছিল কস্তার। আর গোলের দেখা না পাওয়া নেইমারকে সরাসরি গোলই বানিয়ে দিয়েছিলেন। সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে কস্তা মূল একাদশে থাকবেন এমনটাই ধরে নিয়েছিলেন সমর্থকরা। কিন্তু ২৭ তারিখের ম্যাচে নামা হচ্ছে না তার। হ্যামস্ট্রিং চোটের বিশ্বকাপই শেষ হয়ে হয়ে গেলো সেলেসাও মিডফিল্ডারের।

শেষ ম্যাচে ব্যথা নিয়েই খেলেছেন কস্তা এমনটা জানিয়েছে ব্রাজিলের সংবাদপত্র গ্লোবো এস্পোর্তো। শুধু তাই নয়, মাঠে নামতে এতটাই মুখিয়ে ছিলেন যে চোটের বিষয়টিও মেডিকেল টিমের কাছ থেকে গোপন করেছিলেন। তাতে বড় ক্ষতিই হয়ে গেল। ২ থেকে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কস্তাকে। তার মানে রাশিয়া বিশ্বকাপে আর নামা হচ্ছে না কস্তার!

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version