Site icon Jamuna Television

ভারতকে হারিয়ে ওডিআই সিরিজ শুরু করলো দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডেতে ভারতকে ৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে গেল সফরকারীরা।

লক্ষ্ণৌতে বৃষ্টিবিঘ্নিত খেলায় ম্যাচের পরিধি নেমে আসে ৪০ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৯ রান যোগ করেন জানেমান মালান ও কুইন্টন ডি কক। ২২ রানে মালান ফেরেন শারদুল ঠাকুরের বলে। আর ৪৮ রানে রবি বিষ্ণুইয়ের শিকার হন ডি কক। দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরেন টেম্বা বাভুমা ও এইডেন মার্করাম। পরে হেইনরিচ ক্লাসেনের ৭৪ ও ডেভিড মিলারের ৭৫ রানে ভর করে ২৪৯ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডারে প্রথম চার ব্যাটসম্যান ৫১ রান তুলতেই ড্রেসিংরুমে ফিরে যান। একপাশ আগলে রাখেন সাঞ্জু স্যামসন। তার ৬৩ বলে ৮৬ রানের ইনিংসটি হার এড়াতে যথেষ্ট ছিল না ভারতের। প্রোটিয়া বোলার লুঙ্গি এনগিরি নেন ৩ উইকেট।

ইউএইচ/

Exit mobile version