Site icon Jamuna Television

পরমাণু হামলার আশঙ্কায় বাইডেনের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত।

পরমাণু হামলার আশঙ্কায় সতর্কতাবার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ দল ডেমোক্রেটিক পার্টির সভায় দেয়া ভাষণে এই সতর্কতা জানান তিনি। খবর রয়টার্সের।

এ সময় স্নায়ু যুদ্ধকালীন সংকটের কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, রাশিয়া যে পথে হাঁটছে তাতে যুক্তরাষ্ট্রের ওপর পরমাণু হামলা হতে পারে। হুঁশিয়ারি জানিয়ে বলেন, রুশ প্রেসিডেন্ট যখন ইউক্রেনে পরমাণু হামলার কথা বলেন, সেটাকে মোটেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। রুশ বাহিনী ইউক্রেনে প্রতি পদে পদে ব্যর্থ হচ্ছে। আর এটাই পরমাণু হামলার ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। স্নায়ুযুদ্ধের পর ইউক্রেন যুদ্ধকে সবচেয়ে বড় সংকট আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।

/এমএন

Exit mobile version