সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐহিত্যবাহী লাঠিখেলা। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টা বাজিয়ে শুরু হয় এই লাঠিখেলা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার খুবজিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলার আয়োজন করে স্থানীয় নজরুল প্রগতি সংঘ।
উপস্থিত দর্শকের হাততালি আর নৃত্যের তালে তালে লাঠিয়ালরা প্রদর্শন করতে থাকেন নানা কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে সুরক্ষা আর প্রতিপক্ষকে কাবু করতে মেতে ওঠেন লাঠিয়ালরা। গ্রামবাংলার ঐতিহ্য পুনরুদ্ধারের জন্যই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজনকরা।
খেলা উপভোগ করতে মাঠের চারদিকে সমাবেত হন হাজারও দর্শক। এতে পাবনার জেলার চাটমোহর আনন্দ যুবসংঘ ও নাটোর জেলার সিংড়া ও গুরুদাসপুরের দুইটি লাঠিয়াল দল অংশগ্রহণ করে। খেলোয়ারদের লাঠির কসরত দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
/এডব্লিউ

