Site icon Jamuna Television

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত প্রবীণ অভিনেতা অরুণ বালি

মারা গেছেন ভারতীয় অভিনেতা অরুণ বালি। থ্রি ইডিয়টসসহ একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৭৯ বছর বয়সী প্রবীণ এ অভিনেতা। স্নায়ুজনিত বিরল রোগেও আক্রান্ত ছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার (৭ অক্টোবর) মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অরুণ। কেদারনাথ, পানিপথ, রেডি ও জমিনের মতো বহু ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই অভিনেতা। যে কোনো চরিত্রেই তার অভিনয় ছিল সাবলীল।

১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বালি। সেরা প্রযোজক হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

এসজেড/

Exit mobile version