Site icon Jamuna Television

ঢাবিতে আবরার ফাহাদ হত্যার ৩য় বার্ষিকীর সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৩য় বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবরারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করেছিল ছাত্র অধিকার পরিষদ। রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের কর্মীরা জড়ো হয়ে কর্মসূচি শুরু করার পরপরই সেখানে হামলা করে ছাত্রলীগ কর্মীরা।

জানা গেছে, এ সময় সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পুড়িয়ে দেয়া হয়েছে ব্যানার-ফেস্টুনও। ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

/এসএইচ

Exit mobile version