Site icon Jamuna Television

বিসিসিআই থেকে বিদায় নিচ্ছেন সৌরভ!

ছবি: সংগৃহীত

বিসিসিআই থেকে বিদায় নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এমন গুঞ্জন বেশ ভালোভাবেই শোনা হচ্ছে ভারতে। আগামী মাসে আইসিসি সভাপতির পদে লড়তে বিসিসিআই থেকে সরে যেতে পারেন সৌরভ।

আগামী ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্বাচন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১২ অক্টোবর। ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক হওয়ার লড়াইয়ে এগিয়ে আছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনির নাম।

এছাড়াও শোনা যাচ্ছে হরিয়ানা রাজ্য ক্রীড়া সংস্থা থেকে অনিরুদ্ধ চৌধুরী, রাজস্থান রাজ্য ক্রীড়া সংস্থা থেকে বৈভব গহলৌত ও হায়দরাবাদ রাজ্য ক্রীড়া সংস্থা থেকে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নাম।

আরও পড়ুন: নারীদের এশিয়া কাপের ফাইনালে গাঙ্গুলীর আসার খবর জানে না বিসিবি

/এম ই

Exit mobile version