Site icon Jamuna Television

পুতিনকে জন্মদিনের ব্যতিক্রমী শুভেচ্ছা জানালেন রমজান কাদিরভ

ব্যতিক্রমী পন্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। সামরিক কুচকাওয়াজের মাধ্যমে রুশ প্রেসিডেন্টকে অভিনন্দন জানান কাদিরভ।

স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির রাজধানী গ্রোজনিতে আয়োজন করা হয় এই কুচকাওয়াজের। বিবিসির খবর বলছে, এতে অংশ নেয় চেচেন বাহিনীর কয়েক হাজার সদস্য। অনুষ্ঠানে শুভেচ্ছাবার্তা পাঠ করেন চেচেন নেতা রমজান কাদিরভ নিজেই।

শুভেচ্ছাবার্তায় রমজান মন্তব্য করেন, পুতিনের কারণেই পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে টিকে আছে রাশিয়া। রুশ একতা এবং সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন পুতিন।

প্রসঙ্গত, ইউক্রেনে চলমান অভিযানে রুশ বাহিনীর পাশাপাশি অংশ নিয়েছে চেচেন যোদ্ধারাও।

/এডব্লিউ

Exit mobile version