Site icon Jamuna Television

কক্সবাজারে সৈকতের আকাশ আলোকিত করে প্রবারণা উৎসবের উদ্বোধন

কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে প্রবারণা উৎসব। সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ফানুস উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই সৈকতে উড়ানো হয় একের পর এক ছোট-বড় ফানুস। এ সময় ফানুসের আলোয় সৈকতের আকাশ আলোকিত হয়ে উঠে। পরে রাখাইন শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় বালিয়াড়ি জুড়ে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসজেড/

Exit mobile version