Site icon Jamuna Television

রাতে য়্যুভেন্টাসের বিপক্ষে মাঠে নামছে এসি মিলান

ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় মহারণগুলোর একট এসি মিলান-য়্যুভেন্টাস লড়াই। সান সিরোতে ফর্মের বিচারে চ্যাম্পিয়ন এসি মিলান এগিয়ে থেকে মাঠে নামবে য়্যুভেন্টাসের বিপক্ষে।

তবে মুখোমুখি পরিসংখ্যান বলছে য়্যুভেন্টাসই এগিয়ে। এখন পর্যন্ত দুই দলের আনুষ্ঠানিক ২৩৭ ম্যাচে মিলানের ৭৭ জয়ের বিপরীতে ৯২টি ম্যাচ জিতেছে তুরিনের ক্লাবটি। মিলানের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন ডি মারিয়া, ডি সিলিওর ইনজুরিতে রাইট ব্যাক অ্যালেক্স স্যান্ড্রোর জায়গাটা প্রায় নিশ্চিত। তবে লম্বা চোটে এখনও মাঠের বাইরে পল পগবা ও কিয়েসা।

এই মৌসুমে মিলানের তারকা পারফর্মার পর্তুগিজ রাফায়েল লিয়াও। এখন পর্যন্ত ১১ গোল আর ১১ অ্যাসিস্ট করা এই উইঙ্গার য়্যুভেন্টাসের বিপক্ষেও হবে স্বাগতিকদের বড় ভরসা। এছাড়াও ইনফর্ম স্ট্রাইকার রেবিচও হতে পারেন বাজির ঘোড়া।

/এডব্লিউ

Exit mobile version