Site icon Jamuna Television

জ্বালানি সংকটে ফ্রান্সে জনজীবন বিপর্যস্ত

তীব্র জ্বালানি সংকটে বিপাকে ফ্রান্সের জনজীবন। জ্বালানির অভাবে দেশটির বেশকিছু পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

স্টেশনগুলোর বাইরে দীর্ঘ গাড়ির সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পেট্রোল পাচ্ছেন না সাধারণ মানুষ। জ্বালানি শোধনাগারের কর্মীদের ধর্মঘটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

কর্তৃপক্ষ বলছে, দেশটির শতকরা ১৫ শতাংশ পেট্রোল স্টেশনই ধর্মঘটের কারণে জ্বালানি সংকটে ভুগছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে রাজধানী প্যারিসে। আতঙ্কে অনেকেই স্টেশনগুলোর সামনে ভিড় জমাচ্ছেন। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের। তারা বলছে, দেশটিতে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version