Site icon Jamuna Television

ফলাফল মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে: আওয়ামী লীগ প্রার্থী

সেবক হিসেবে গাজীপুরবাসী তাকে ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌকার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেছেন, যে কোনো ফলাফল মেনে নেয়ার মানসিকতা থাকা উচিত সবার।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ভিত্তিহীন সব অভিযোগ করে আসছে বিএনপি।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের ৪২৫ ভোটকেন্দ্রের দুই হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। ভোট কেন্দ্র করে নারী-পুরুষ সবার মধ্যেই বিরাজ করছে এক ধরনের উৎসবমুখর পরিবেশ।

Exit mobile version