Site icon Jamuna Television

টেকনাফে পৃথক অভিযানে দুই কেজি আইস ও ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

দ্বিতীয় অভিযানে জব্দকৃত ইয়াবা।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৮ অক্টোবর) ভোরে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোরে টেকনাফের খারাংখালী এলাকায় টহল দিচ্ছিলো বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের একটি টিম। এ সময় দুজন মাদক কারবারি মিয়ানমার সীমান্ত থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের প্রান্তে আসলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় মাদক কারবারি দুজন সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

অপর দিকে একই সময় বিজিবি হোয়াইকং চেক পোস্টে একটি ইজিবাইকের সিটের নিচে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের চালক পালিয়ে যায়। এ দুটি ঘটনায় টেকনাফ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

এসজেড/

Exit mobile version