Site icon Jamuna Television

ক্রাইমিয়া-রাশিয়া সংযোগ সেতুতে গাড়ি বোমার বিস্ফোরণ

ক্রাইমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তকারী একটি প্রধান সড়ক এবং রেল সেতুতে আগুন ছড়িয়ে পড়েছে। মূলত গাড়ি বোমার আগুন সেখানে ছড়িয়েছে বলে শনিবার (৮ অক্টোবর) মস্কো কর্তৃপক্ষ জানায়। খবর এএফপির।

রুশ বার্তা সংস্থা জানায়, শনিবার ভোর ৬টার দিকে ক্রাইমিয়ান ব্রিজের রাস্তায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। ফলে আগুন ধরে যায় সেখানে থাকা সাতটি তেলের ট্যাঙ্কারে। তেলের ট্যাঙ্কারগুলো রেলপথে ক্রাইমিয়াতে নিয়ে যাওয়া হচ্ছিল।

ব্রিজটি ২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তৈরি করা হয়েছিল। মূলত ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের সামরিক সরঞ্জাম বহনের কাজে ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এটিএম/

Exit mobile version