Site icon Jamuna Television

নগরকান্দায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি রহিমা বেগম (৫৫) নিহত
হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৮ অক্টোবর) সকালে নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রহিমা বেগম রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে আসলে আগে থেকেই ওঁৎ
পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ইউনুস পালিয়ে যায়। পরে রহিমা বেগমকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version