Site icon Jamuna Television

ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩৮ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কর্তৃপক্ষ জানায়, শনিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় ভোরে নাসিক শহরের আওরঙ্গবাদ রোডে একটি যাত্রীবাহি বাসের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের ঘণ্টাব্যাপি প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানায়, বাসটি ছিল স্লিপার কোচ। নিহতদের সবাই বাসযাত্রী। যারা নিহত হয়েছেন তারা সবাই বাসের যাত্রী ছিলেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এটিএম/

Exit mobile version