Site icon Jamuna Television

ব্যক্তির ইচ্ছা মতো সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা চলবে না: ওবায়দুল কাদের

সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলবে না। বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৮ অক্টোবর) দুপুরের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে একথা জানান তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার দেখতে চায় বলেই বিএনপি নেতারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে বেআইনি বক্তব্য প্রদান করছে। তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই সংবিধানের যে সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করছে, সেই জায়গায় এখন ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

এসজেড/

Exit mobile version