Site icon Jamuna Television

কিশোরগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে দুগ্ধস্নানের পর এবার ঝাড়ু মিছিল

বিক্ষোভ মিছিলের একাংশ।

এক যুগ পরে দেয়া ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পৌরশহরের ঈদগাহ এলাকা থেকে ঝাড়ু মিছিল বের করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। শহরের প্রধান সড়কঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনও করেন তারা। এতে বন্ধ হয়ে যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শিবির-ছাত্রদল এবং অন্যান্য দলের অনুপ্রবেশকারীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ সময় নব গঠিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের  দাবি জানান ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।  

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) নবগঠিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন আরমিন নামের এক ছাত্রলীগ নেতা।

/এসএইচ

Exit mobile version