Site icon Jamuna Television

ইসরায়েলি অভিযানে ২ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে এক সামরিক অভিযানের সময় সেনা সদস্যদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করা হয়। এখানে ইসরায়েলি বাহিনীর সাথে স্থানীয় বন্দুকধারী বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। শিবিরটি ফিলিস্তিনি জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং ইসরায়েলি সেনাবাহিনী সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানায়, ইসরায়েলি সেনারা শনিবার (৮ অক্টোবর) ভোরে ক্যাম্পে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে। এই ঘটনায় দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন এখন গুরুতর অবস্থায় আছেন।

/এনএএস

Exit mobile version