Site icon Jamuna Television

সমকামবিদ্বেষী স্লোগান, আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে বড় জরিমানা ফিফার

মাঠের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে ফিফা বরাবরই কঠোর। মাঠের বাইরেও যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারেও কড়াকড়ি আরোপ করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সর্বশেষ আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে বড়সড় ধরনের জরিমানা করেছে সংস্থাটি।

অভিযোগ হচ্ছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন নীল-সাদা জার্সিধারী দর্শকরা গ্যালারিতে বসে ক্রোটদের নিয়ে নানা অপমানসূচক স্লোগান দিয়েছেন। এর মধ্যে কিছু স্লোগানকে ‘সমকামবিদ্বেষী’ বলেও চিহ্নিত করেছে ফিফা।

কোনো জাতি বা গোষ্ঠিকে নিয়ে বিদ্বেষমূলক কথা বলা বা স্লোগান দেয়া ফিফার নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তা সেটা মাঠের ভেতর হোক, বা মাঠের বাইরে।

আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে জরিমানা করা অর্থের পরিমাণ হল ৮০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৮০ লাখেরও বেশি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে গিয়ে বিশ্বকাপ মিশন নড়বড়ে হয়ে যায় মেসিদের। খেলোয়াড়দের পাশাপাশি তার প্রভাব পড়েছিল সমর্থকদের ওপরও। ফলে সেদি নানা স্লোগান এসেছিলেন গ্যালারি থেকে। কিছু সমর্থক হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন প্রতিপক্ষের সাথে। ছোঁড়েছেন বোতলসহ নানা জিনিস।

জরিমানার আরেকটি কারণ হচ্ছে, ওইদিন ম্যাচ শেষে নির্দিষ্ট সংবাদ সম্মেলনের হাজির হননি আর্জেন্টিনা দলের কেউ। ফিফার নিয়ম অনুযায়ী, খেলা শেষে সংক্ষিপ্ত সময়ের জন্য মিডিয়ার সাথে কথা বলতে হয় উভয় পক্ষকে।

Exit mobile version