Site icon Jamuna Television

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তের কুশখালি এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক হাসানুর রহমান (২৫) কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।

রোববার (৯ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার ভোর ৬.১৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসানুরকে হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসকরা। খুলনায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আল মাহমুদ জানান, গুলিতে সীমান্তে এক যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা গুলি করার বিষয়টি অস্বীকার করেছে। তবে আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে গুলিতেই তার মৃত্যু হয়েছে।

এসজেড/

Exit mobile version