Site icon Jamuna Television

ইউক্রেনে যুদ্ধরত বাহিনীর জন্য নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া

ইউক্রেনে নিয়োজিত বাহিনীর জন্য নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। শনিবার (৮ অক্টোবর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঘোষণা করা হয় সের্গেই সুরোভিকিনের নাম।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনে পরিচালিত বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার সম্মিলিত বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এতদিন সাউথ ফোর্সের নেতৃত্ব দিচ্ছিলেন ৫৫ বছর বয়সী সুরোভিকিন। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো রুশ বাহিনীর উচ্চপদে পরিবর্তন হলো।

গত সপ্তাহেই ইউক্রেনে রাশিয়ার ৫ সামরিক অঞ্চলের দুটি থেকে বরখাস্ত করা হয় কমান্ডারকে। নিয়োগ দেয়া হয় নতুন কর্মকর্তা। ৯০ দশকের শুরুতে তাজিকিস্তান ও চেচনিয়ায় এবং সম্প্রতি সিরিয়ায় অভিযানের অভিজ্ঞতা আছে সুরোভিকিনের। বোমা হামলায় আলেপ্পো নগরী ধ্বংসের পেছনে অনেকে দায়ী করেন তাকে।

২০১৭ সাল থেকে রুশ বিমান বাহিনীর নেতৃত্ব দিয়েছেন সের্গেই সুরোভিকিন।

/এডব্লিউ

Exit mobile version