Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে কমপক্ষে দুজন নিহত

দখলকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারালেন কমপক্ষে দুজন। শনিবারের (৮ অক্টোবর) ঐ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে বলে জানিয়েছে আলজাজিরা। ১৭ বছর বয়সী দুই কিশোরের নাম আহমেদ মোহাম্মদ দারাগমেহ এবং মোহাম্মদ আস-সাওস। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও প্রাণহানির আশঙ্কা করছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার জেনিন আশ্রয় শিবিরের একটি বাড়ি ঘেরাও করে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, সেখানে আত্মগোপন করেছিল তালিকাভুক্ত এক অপরাধী। তাকে গ্রেফতারের জন্যই গুলি চালিয়েছে তারা। ঘটনাটিকে কেন্দ্র করে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়ে পথে নামলে সংঘাত বাঁধে।

চলতি বছর, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৪ ফিলিস্তিনি।

/এডব্লিউ

Exit mobile version