Site icon Jamuna Television

অধিকাংশ জেলা প্রশাসকই আ. লীগের নিবেদিত প্রাণ কর্মী হয়ে গেছেন: রিজভী

ফাইল ছবি।

অধিকাংশ জেলা প্রশাসকই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী হয়ে গেছেন। কেউ সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

রোববার (৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, লোডশেডিংয়ে এখন জনজীবন বিপর্যস্ত। এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ভোট ডাকাতির পথে নেমেছে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিদ্যুৎ খাতে ইনডেমনিটি দেয়ার মধ্য দিয়েই নিজেদের দুর্নীতিকে বৈধ করতে চেয়েছে সরকার। চরম লোডশেডিংয়ে জনসম্মুক্ষে তা প্রকাশ পেয়েছে।

এসজেড/

Exit mobile version